রাজশাহীর তানোরে ৮০০ পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান

আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় রাজশাহীর তানোরের কাশেমবাজার, ড. আবু বক্কর স্কুল এন্ড কলেজ এবং হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর আর্থিক সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান ও আলো এর আয়োজনে ৮০০ পরিবারকে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জরুরী খাদ্য সহায়তা অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহমুবুল আলম মাসুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর পৌরসভার প্যানেল চেয়ারম্যান আরব আলী, আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, কো-অর্ডিনেটর শাহিনা আক্তার, গণসাক্ষরতা অভিযান এর প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, গবেষণা সহকারী মেহেরুন্নেসা, এসেডোর ফিল্ড কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আরিফ হাসান।
গণসাক্ষরতা অভিযান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সিলেট এবং সুনামগঞ্জে কোভিড-১৯ এর আঘাতে ক্ষতিগ্রস্থ নি¤œবিত্ত, মধ্যবিত্ত, আদিবাসী, ট্রান্সজেন্ডার, সংস্কৃতিকর্মী, বেদে, জেলে, বিধবা, তালাকপ্রাপ্ত, নারী প্রধান পরিবার, বস্তির বাসিন্দা, ভূমিহীন এবং প্রতিবন্ধী ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দিচ্ছে। ইতিমধ্যে গত এক সপ্তাহে রাজশাহীর গোদাগাড়ী, তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, নওগাঁর নিয়ামতপুর ও বদলগাছীতে ৪০০০ পরিবারকে খাদ্য সহায়তার উপহার পৌঁছে দেয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে দশ কেজি চাল, পাঁচ কেজি ডাল, তিন কেজি আটা, এক কেজি চিনি, এক কেজি লবণ এবং এক লিটার তেল রয়েছে।

সর্বশেষ সংবাদ