এক যুগ পেরিয়ে গেলেও হয়নি বাস্তবায়ন তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর দাবীতে লালমনিরহাটে মানববন্ধন 

লালমনিরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর থেকে ঢাকা ট্রেন যোগাযোগের জন্য ‘ তিনবিঘা করিডোর এক্সপ্রেস’ চালুর  দাবীতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ মে) দুপুরে জেলা রেলওয়ে বিভাগীয় অফিসের সামনে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকার ব্যানারে দ্রুত ট্রেন চালুর দাবি জানানো হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের জেলার রেল যোগাযোগ সমৃদ্ধ করতে তিন বিঘা এক্সপ্রেস ট্রেন চালুর আশ্বাস দিয়েছেন। এ জেলায় রেলের বিভাগীয় অফিস হলেও এতদিনে তেমন কার্যক্রম আগায়নি। সীমান্তবর্তী পাটগ্রাম-হাতিবান্ধাসহ বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারত গমনেচ্ছুক  যাত্রীদের বাস অথবা অন্যান্য যানবাহনের উপর নির্ভর করতে হয়।
ট্রেনটি চালু করা হলে যেমন জেলাটি আরও সমৃদ্ধ হবে তেমনি স্থলবন্দর হয়ে রাজস্ব আদায়ও বাড়বে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, লালমনিরহাট জেলা সমিতি ঢাকা-এর সভাপতি শফিউল আলম, সম্পাদক আহসান কামাল চৌধুরী, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি দেলোয়ার হোসেন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরীফ আলী প্রমুখ।
উল্লেখ্য  ২০১১ সালে পাটগ্রাম উপজেলায় এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর আশ্বাস দেন। কিন্তু সে ঘোষণার ১২বছর পেরিয়ে গেলেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি তিনবিঘা করিডোর এক্সপ্রেস দ্রুত বালুর দাবী জানান।

সর্বশেষ সংবাদ