বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্যসংখ্যা বাড়ছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরও ছয়টি দেশ এতে যুক্ত হবে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে চলমান সম্মেলনে জোটের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাপারে সম্মত হন ব্রিকসের নেতারা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্মেলনের শেষ দিনে নতুন সদস্য নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এই জোটে যুক্ত হতে ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর এনডিটিভি রামাফোসা জানান, জোট সম্প্রসারণের প্রথম ধাপের অংশ হিসেবে ব্রিকসে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে নতুন সদস্যপদ কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘পাঁচ দেশের জোট হিসেবে আমরা (ব্রিকস) সম্প্রসারণ প্রক্রিয়ার নির্দেশিকা নীতি, মান, মানদণ্ড এবং পদ্ধতির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছি, যা বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছে।’ ‘এই সম্প্রসারণ প্রক্রিয়ার প্রথম ধাপে আমাদের ঐকমত্য রয়েছে এবং ধারাবাহিকভাকে পরবর্তী ধাপে যাওয়া হবে,’ বলেন তিনি। ব্রিকসে সৌদি আরবসহ নতুন ছয় দেশের যোগদান দেশগুলোকে তাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টাকে শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনে আলোচ্যসূচিতে শীর্ষে ছিল জোটটির সম্প্রসারণ ইস্যু। বিষয়টি নিয়ে বিভাজন থাকলেও শেষ পর্যন্ত বুধবার (২৩ আগস্ট) ব্রিকস সম্প্রসারণে প্রকাশ্য সমর্থন জোট নেতারা।
ব্রিকসে যুক্ত হচ্ছে আরও ৬ দেশ
1 month ago
6 Views

You may also like
সর্বশেষ সংবাদ
বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত
24 hours ago
১ম বিভাগ ক্রিকেট লীগে কৈগাড়ী ক্রিকেট ক্লাব জয়ী
24 hours ago
বগুড়ায় ২য় বিভাগ ফুটবল লীগে খেলায় ১-১ গোলে ড্র
24 hours ago