তানোরে বিএনপি মানেই এমরান আলী মোল্লা,বর্তমানেও বিকল্প নেই তার

সারোয়ার হোসেন,তানোর: উপজেলাবাসীর কাছে কোনো কমিÍ নেই ,ব্যাক্তি ইমেজ হিসাবে এখনো ক্লিনম্যান বর্তমান উপজেলা চেয়ারম্যান প্রবীণ বর্ষীয়ান নেতা বিএনপির সাবেক সভাপতি রাজপথের লড়াকু সৈনিক দলমত নির্বিশেষে জনতার কাছে এখনো ভালোবাসার পাত্র এমরান আলী মোল্লা। তার ২০বছরের রাজনৈতিক জীবনে ও জনপ্রতিনিধি হিসাবে কোন দাগ নেই। কিন্তু আজ তার রাজনৈতিক ভাবে ইমেজ নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে তার ভ্যাগনা সদ্য বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে , তানোরে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষীকিতে ভ্যগনার প্রোগামে না যেয়ে পৌর যুবদলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমরান আলী মোল্লা বর্তমান বিএনপির কমিটির উপর ক্ষোভ প্রর্কাশ করায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূলে। আর এ ক্ষোভের কারন হিসাবে মিজানকে দায় করে নেতা কর্মীরা বলছে, মিজান দলের সংবিধান লংঘন করে কাউকে কোনো কিছু তোয়াক্কা না করে মামা এমরান আলী মোল্লার অসুস্থতার সুযোগ নিয়ে তার চিকিৎসার নাম করে ঢাকা ব্যারিষ্টার আমিনুল হকের বাড়ীতে নিয়ে জোর করে সভাপতির পদ থেকে অব্যহতির সাক্ষর করে নিয়ে সেখানেই মোজাম্মেল হক খানকে সভাপতি ও মিজান সেক্রটারী এবং হযরত আলীকে সাংগঠনিক করে মনগড়া কমিটি করেন মিজান। এদিকে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষীকিতে এ গুপন কথা ফাস হয়ে পড়লে রাগে ক্ষোভে মঞ্চেই মিজানের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা ও এ কমিটি বাতিলের দাবী করে নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে কেন্দ্রীয় ভাবে বৃহতম অন্দলনের মাধ্যমে কমিটি বাতিল করা হবে বলে জানান নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে তানোর উপজেলা বিএনপির সদ্য গঠিত সভাপতি মোজাম্মেল হক খান সাংগঠনিক হযরত আলীকে বলেন উপজেলা বিএনপির কমিটি করা হবে বলে তাদের ফোন করে ঢাকাতে ব্যারিষ্টার সাহেবের বাড়ীতে আসতে বলেন। সে খানে এমরান আলী মোল্লাকে অব্যহতি দিয়ে মিজান এ কমিটি গঠন করেন। তবে মিজান যা করেছে সেটা দলের পরিপন্তি সংবিধান লংঘন করে করা হয়েছে। বিষয়টি নিয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা ক্ষোভ প্রর্কাশ করে জানান, ২০বছর ধরে বিএনপির সভাপতি হয়ে রাজনীতি ও জনপ্রতিনিধিত্ব করে আসছি কিন্তু কোন দিন কারো সাথে মনোমালিন্য হয়নি। কিন্তু আজ ভ্যাগনার জন্য আমার রাজনৈতিক ইমেজ নষ্ট হতে চলেছে।
বিষয়টি নিয়ে সদ্য বিএনপি সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

 

সর্বশেষ সংবাদ