তানোরে এবার জেএসসি জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করবে

সারোয়ার হোসেন,তানোরঃরাজশাহীর তানোরে এবারে জেএসসি জেডিসি পরীক্ষায় ৫ টি কেন্দ্রে ৩ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করছেন। এছাড়াও ভোকেশনাল নবম শ্রেনীর ফাইনাল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯৬ জন পরীক্ষার্থী। সারা দেশের ন্যায় আগামী ১লা নভেম্বর থেকে শুরু হচ্ছে এ পরীক্ষা। উপজেলায় ৪ টি কেন্দ্রে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ও জেডিসি এক কেন্দ্রে এবং ভোকেশনালের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে পৌর বিএম কলেজে। জানা গেছে গতবারের তুলনায় এবারে পরীক্ষার্থীর সংখ্য বেড়েছে। তবে কতজন বেশি পরীক্ষা দিচ্ছেন এমন তথ্য দিতে পারেননি শিক্ষা অফিস। উপজেলার ৫৯ টি বিদ্যালয়ের ৪ টি কেন্দ্রে ৩ হাজার ১১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। কেন্দ্রগুলো হলো উপজেলার কলমা ইউপির কিসমত বিল্লি স্কুল এন্ড কলেজে ৪০৬জন , মুন্ডুমালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৪৭ জন, তানোর পৌর এলাকার তালন্দ এএম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৮৪ জন, পৌর সদর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৭৩ জন। এছাড়াও উপজেলার ২৮ টি মাদ্রাসা থেকে ৬৮৩ জন শিক্ষার্থী মুন্ডুমালা কামিল মাদ্রাসা কেন্দ্রে অংশ নিবেন। এদিকে ৪ টি ভোকেশনাল স্কুল থেকে ১৯৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। পৌর বিএম কলেজে অনুষ্ঠিত হবে পরীক্ষা। বিএম কলেজের কেন্দ্র সচিব অধ্যাক্ষ ইলিয়াস আলী মৃধা জানান পরীক্ষা অনুষ্ঠানের জন্যে কেন্দ্র সম্পূর্ণ রুপে প্রস্তুত করা হয়েছে ইতিপূর্বেই। আসা করছি সুন্দর মনোরম নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মুন্ডূমালা কেন্দ্র সচিব প্রধান শিক্ষক কামিল মারডি জানান প্রতিবারের মত এবারো শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হবে। শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন নকলমুক্ত এবং ডিউটিরত শিক্ষকরা কোন ধরনের মোবাইল ব্যবহার করতে পারবেনা। প্রতিটি কেন্দ্রে নিয়োমিত টিম থাকবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ