রাজারহাটে আব্দুল্লাহ সোরওয়ার্দীর মত্যু বার্ষিকীতে স্মরন সভা

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের রাজারহাটে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক জাতীয় ও গণপরিষদ সদস্য এবং পবিত্র সংবিধান প্রনয়ন কমিটির অন্যতম সদস্য আব্দুল্লাহ সাহরাওয়ার্দীর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম,সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর জ্যেষ্ঠ পুত্র অধ্যক্ষ আসিফ ইকবাল রাজন,কনিষ্ট পুত্র রংপুর মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামীলীগ নেতা আদম আলী,উপজেলা যুবলীগ আহবায়ক কুমোদ রঞ্জন সরকার,কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক জোবেদুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন রায়, ইউনিয়ন চেয়ারম্যান রবীন্দ্র নাথ কর্মকার প্রমূখ।
উেেল্লখ্য বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহোচর,বিশিষ্ঠ শিক্ষানুরাগী প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দীর বিভিন্ন কৃতিত্বের কারনে রাজারহাটবাসী তাকে মুকুটহীন স¤্রাট উপাধিতে ভূষিত করেছিলেন। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দী মত্যুর পূর্ব মহুর্ত পর্যন্ত রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজারহাটের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে তার অবদান ছিল

সর্বশেষ সংবাদ