কুড়িগ্রামে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা পুর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃরাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন কুড়িগ্রাম শাখার উদ্যোগে পুর্ণ দিবস কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল থেকে দিনব্যাপী কুড়িগ্রাম পৌরসভায় এ কর্মবিরতি পালন করে সমাবেশ করছে কর্মকর্তা ও কর্মচারীরা। একই দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরী ও উলিপুর পৌরসভায় একই কর্মসূচী পালিত হচ্ছে। পুর্ণ দিবস কর্মবিরতি পালন ও সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর সার্ভিস এসোসিয়েশন, কুড়িগ্রাম শাখার সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাসেল, যুগ্ন সম্পাদক মজিবর রহমান বাবু, কোষাধক্ষ্য ফারুক আহমেদ, পৌরসভার সচিব এস এম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল প্রমুখ।
এ সময় একাত্ত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মাসুদুর রহমান, কাউন্সিলর রোস্তম আলী তোতা।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের জন্য সদাশয় সরকারের কাছে দাবি জানানো হয়। দাবি মানা না হলে পরবর্তীতে দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান বক্তারা।

 

সর্বশেষ সংবাদ