কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র সাথে সীমান্তবাসীর গণসচেতনতা মূলক সভা

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃসীমান্ত হত্যা, মাদকসহ চোরাচালান প্রতিরোধ ও যুবসমাজকে মাদককের হাত থেকে বাঁচাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে বিজিবি’র সাথে সীমান্তবাসীর গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বিএল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাইফুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বর্ডার গার্ড ব্যাটালিয়নের রংপুর ব্যুরো চীফ লে. কর্ণেল তৌফিক আহমদ, ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক আউয়াল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক বাদল চন্দ্র হালদার, ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএইচএম মাশফিরুল হাসান আব্বাসী, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ তাপস কুমার পন্ডিত প্রমুখ।
বক্তারা বলেন, সীমান্ত এলাকার মানুষ একমাত্র সচেতনতার অভাবেই সামান্য লাভের আশায় জীবন বাজি রেভে গরু, মাদকসহ বিভিন্ন চোরাচালানের সাথে জড়িয়ে পড়ে। এতে করে বিএসএফ’র হাতে হত্যাসহ নানা রকম নির্যাতনের শিকার হতে হয়। সীমান্ত এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধি পেলেই সীমান্তহত্যা বন্ধসহ চোরাচালানও বন্ধ হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় সহজলভ্য মদ, গাঁজা, ইয়াবাসহ মরন নেশার কবল থেকে রক্ষা পাবে যুব সমাজ বলে জানান বক্তারা।
গণসচেতনতামূলক সভায় সীমান্ত এলাকার চেয়ারম্যান, পুলিশের প্রতিনিধিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় মাঠে বিজিবি’র বিওপি পর্যায়ে প্রীতি ভলিবল খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

সর্বশেষ সংবাদ