নীলফামারীতে ৫ হোটেল মালিকের জরিমানা

নীলফামারী সংবাদদাতা ঃ নীলফামারীতে ৫টি হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে নিম্নমান, পচাবাসি খাবার তৈরি ও পরিবেশেনের দায়ে ৫হোটেল মালিকের ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত রংপুর। গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহরের ৫টি হোটেলে ওই জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত হোটেল মালিকেরা হলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মোড়ের তসলিমের হোটেল ২ হাজার, কিশোরগঞ্জ বাজারের মৌমিতা সুইটস ১ হাজার, মুকুল হোটেল ১ হাজার, হোটেল আক্কাস ২ হাজার ৫০০ এবং ঢাকা হোটেল ৮ হাজার টাকা সহ মোট ১৪ হাজার ৫০০টাকা। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। তাকে সহযোগিতা করেন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ থানা পুলিশ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে।

সর্বশেষ সংবাদ