অন্তিম যাত্রার হুমায়ূনকে পাওয়া যাবে ‘শেষ নক্ষত্র রাতের গল্পে’

জনপ্রিয় লেখক, ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের সৃষ্টিশীল লেখাগুলো এখন দেশের গন্ডি ছাড়িয়ে বহির্বিশ্বে স্থান করে নিচ্ছে। হুমায়ূন এই ধরণীতে নেই তবে তার লেখা অথবা তাকে নিয়ে বিশ্লেষণধর্মী যেকোনো কিছুই পাঠকের অন্তরে দোলা দেয়।

এবং তা সংগ্রহের জন্য অনেকেই মুখিয়ে থাকে। পাঠকের অন্তরে চিরকাল সজীব হয়ে থাকবেন হুমায়ূন আহমেদ। জীবনের শেষ ১০ মাস প্রবাসে রুগ্নদশায় থাকা অবস্থায় কিছু স্মৃতি, কল্প-কাহিনী নিয়ে প্রবাসী লেখক গাজী কাশেম লিখেছেন ‘শেষ নক্ষত্র রাতের গল্প‘।

এ পুস্তকে গাজী কাশেম এঁকেছেন সেই কালজয়ী লেখকের রুগ্নজীবনের প্রতিচ্ছবি। প্রতিটি রচনায় লেখকের রুগ্নজীবনের হাসি-কান্নার পাশাপাশি সন্নিবেশ ঘটিয়েছেন তার দুর্লভ কিছু মুহূর্তের ছবি- যা পাঠকের কাছে হুমায়ূন আহমেদ সম্পর্কে জানতে অনুপ্রাণিত করবে।

ছবি শুধু স্মৃতিকেই ধারণ করে না, ছবি কথাও বলে। সৃষ্টিশীল পুস্তক রচনায় ছবির সংযোজন করে লেখক গাজী কাশেম এক নতুন ধারার সৃষ্টি করায় হুমায়ূন আহমেদ যেন আরো জীবন্ত হয়ে উঠেছেন। পাঠকমহলে গাজী কাশেমের এ সৃষ্টিশীলতা ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলে সবার আশা।

সর্বশেষ সংবাদ