রাজধানীতে সিটিং সার্ভিস বাস বন্ধ ঘোষণা

রাজধানীতে গণপরিবহনে নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে সিটিং সার্ভিস বাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে সিটিং সার্ভিস, গেইট লক, বিরতিহীন কিংবা স্পেশাল সার্ভিস নামের কোনও গণপরিবহন থাকবে না।

মঙ্গলবার (৪ এপ্রিল) ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইইবি) মিনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণার কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতউল্লাহ।

তিনি বলেন, সংগঠনের সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে যাত্রী ভাড়া আদায় করবে সব বাস। সেই সঙ্গে ট্রাকের বাম্পার কিংবা অ্যাঙ্গেলও খুলে ফেলা হবে এ সময়ের মধ্যে।

সর্বশেষ সংবাদ