গভীর জঙ্গলে মিললো দুই মাথার সাপ!

দুর্লভ দুইমাথা বিশিষ্ট শিশু টিমবার র‍্যাটেলস্নেক এর সন্ধান মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি জঙ্গলে।

২৫ আগস্ট বিরল এই সাপটির সন্ধান পায় দেশটির পরিবেশবাদীর একটি দল। জঙ্গল থেকে উদ্ধার করার পর সাপটির নাম রাখা হয় ডাবল ডেভ।

ছবিতে দেখা যায় বিষাক্ত এই প্রাণীটির দুইটি ভিন্ন ও সম্পূর্ণভাবে গঠিত আলাদা মাথা, দুই জোড়া চোখ ও দুইটি কার্যকর জিহ্বা রয়েছে। যা আলাদা আলাদাভাবে কাজ করে। তবে মাথা সম্পূর্ণ আলাদা হলেও, সাপটির শরীর একটিই।

পরিবেশবাদী ডেভ শিনডার জানান, গভীর জঙ্গলে এই সাপটির জন্য বেঁচে থাকা কষ্টকর হয়ে যেত। কারণ পালানোর চেষ্টা করতেই সাপটি জড়সড় ও শক্ত হয়ে যায়। এতে করে তার খুব দ্রুত অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

ডেভ শিনডার হারপেটোলোজিক্যাল অ্যাসোসিয়েটসের একজন কনসালটেন্সি স্পেশালিষ্ট, যিনি বিপন্ন এবং হুমকির মুখে থাকা সরীসৃপদের নিয়ে কাজ করেন।

তিনি জানান, পাইন ব্যারেন জঙ্গলের ভেতর তার সহকর্মীর সাথে র‍্যাটেলস্নেকের সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটি নিরীক্ষণ করার সময় এই সাপটির খোঁজ পান তারা।

সর্বশেষ সংবাদ