ডিমলায় ২ জন চাউল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

মোঃ ফয়সাল আহমেদ,ডিমলা, নীলফামারী (প্রতিনিধি)-বুধবার (২০ এপ্রিল)  ডিমলা ভিতর বাজারে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করার অপরাধে দুইজন চাউল ব্যবসায়ীকে ৩ (তিন) হাজার করে মোট ৬ (ছয়) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন  সহ সঙ্গীয় ডিমলা থানা পুলিশ ফোর্স।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে  পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক ব্যবহার করার অপরাধে এ জরিমানা করা হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সহ ব্যবসায়িদের সকল প্রকার অনিয়ম রুখতে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ