কুড়িগ্রামের রাজিবপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের পতিত জমিতে কৃষি উদ্যোক্তা মো: এরশাদ আলী মাস্টারের উদ্যেগে বন্যা সহনশীল বিনাধান-১১ চাষ করে কৃষকরা সাফল্য অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিনা-১১ জাত উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট(বিনা) ময়মনসিংহ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে উপজেলার কোদালকাটি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের ধানক্ষেতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা ডক্টর মো: জাহাঙ্গীর আলম, রাজিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো: শফিউল আলম, বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা বিভাগীয় প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ আন্তজাতিক স্বর্ন পদক প্রাপ্ত ডক্টর মির্জা মোফাজ্জল ইসলাম, রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: চৌধুরী রওশন ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামছুজ্জামান, কোদালকাটি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ছক্কু, কৃষি উদ্যোক্তা মো: এরশাদ আলী মাস্টার, শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ