বগুড়া আমরা ক জন শিষ্ঠীর উদ্যোগে নৃত্য কর্মশালা অনুষ্ঠিত

পরীক্ষামুলক প্রচারঃ বৃহস্পতিবার (১৪ই মে)অদ্য সকাল ১১ টায় মালতিনগরস্থ পুরাতন শিল্পকলা একাডেমী মিলনায়তনে আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর আয়োজনে সপ্তাহব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালা সমাপনী, সনদপত্র বিতরণ ও নৃত্যানুষ্ঠান ঘুংগুর বাজে অনুষ্ঠিত হয়। আব্দুস সামাদ পলাশ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উক্ত কর্মশালার মূখ্য প্রশিক্ষক বাংলাদেশের বরেণ্য কথক নৃত্যগুরু সাজু আহমেদ। বগুড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাগর বসাক, লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, আবুল বাসার, শিরীন মজিদ, তানজিনা সেলিম, মোছঃ জেসমিন আখতার, মোছাঃ আরেফা খাতুন, নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ, সুরুজ মল্লিক, অন্তি, ঝিলিক, অনিকা, জহুরা খাতুন, অনিকা, জারা, শামিল, শায়েরী, তন্ময় (সিলেট) সহ আরো অনেকেই। কর্মশালায় ঢাকা, সিলেট, রংপুর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়ার অর্ধশতাধিক কথক নৃত্য শিল্পী অংশগ্রহণ করে। পরিশেষে সাজু আহমেদ-এর পরিচালনায় নৃত্যানুষ্ঠান ঘুংগুর বাজে অনুষ্ঠিত হয়। সমগ্র অন্ষ্ঠুান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্।

সর্বশেষ সংবাদ