র‌্যাবের গুদামে হানা, ত্রাণের চাল সহ ৩ জন আটক

কক্সবাজারের উখিয়ার মরিচ্যায় একটি গুদামে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি সরকারি ত্রাণের চাল উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়।

শনিবার (৪ জুলাই) রাতে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর একটি টিম এই অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে।

রোববার (৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক তিনজন হলেন- উখিয়ায় হলদিয়া পালংয়ের সোনা আলীর পুত্র মো. এহসান (৩১), পশ্চিম হলদিয়া পালংয়ের মৃত মো. সৈয়দ আহমদের পুত্র আবুল কালাম (৩২) এবং পাগলিরবিলের কালু সওদাগর বাড়ির মৃত মকবুল আহমদের পুত্র আবুল কালাম (৫০)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সরকারি ত্রাণের চাল মজুদের খবর পেয়ে র‌্যাব-১৫ এর একটি দল মরিচ্যা বাজারের হলদিয়া রোডের পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান এবং এহসান স্টোরে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়। “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগান লেখা চটের বস্তা পরিবর্তন করে সাদা বস্তায় চালগুলো ভরে রাখা হয়। গুদামে সাড়ে ৩ হাজার কেজি চাল এবং ৯৯টি খালি চটের বস্তা পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করা হয়। উখিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ