সান্তাহারে মেধাবী ছাত্র সিহাব হত্যার প্রতিবাদে দমদমা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুর্ব ঘটনার জেরে, নামের মিলে খুন হল সিহাব হোসেন নামের নিরপরাধ এক মেধাবী ছাত্র। তার হত্যার আসামীদের গ্রেফতার ও দ্রত বিচারের দাবীতে দমদমা গ্রামবাসীর উদ্যোগে বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত সান্তাহার রেলগেট চত্বরে এক মানব বন্ধন করা হয়েছে। দমদমা গ্রামবাসীর আযোজনে এবং আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পার সভাপতিত্বে এই মানব বন্ধন সভায় বক্তব্য রাখেন সান্তাহার প্রেস ক্লাবে সভাপতি ও দমদমা গ্রামবাসীর পক্ষে গোলাম আম্বিয়া লুলু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আদমদীঘি উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম রাজা, সান্তাহার নাগরিক কমিটির যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবিন, ইউপি সদস্য শিপলু খান, সাবেক ইউপি সদস্য আতোয়ার হোসেন, সিহাবের চাচা ফারুক হোসেন, ডাক্তার মাজেদুর রহমান, কাজী জামিল হোসেন প্রমুখ। বক্তরা দীর্ঘ ৩ দিনেও খুনিদের গ্রেফতার করতে না পারায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান। এই মানব বন্ধন থেকে আগামী ৬ আগষ্ট বৃহস্পতিবার রক্তদহ বিলের পাড়ে সকাল ১১টা মানব বন্ধন কর্মসুচি ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ২ আগষ্ট ঈদুল আজহার দ্বিতীয় দিন রবিবার সন্ধ্যা রক্তদহ বিলের বেইলী ব্রীজ এলাকায় নামের মিলে খুন হল সিহাব হোসেন। নিহত সিহাব হোসেন সান্তাহার শহর সংলগ্ন দমদমা গ্রামে হারুনুর রশিদের ছেলে। এ ঘটনায় সোমবার রাতে নিহত সিহাবের বাবা হারুনুর রশিদ বাদী হয়ে ৮ নাম উল্লেখ এবং ৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা দায়ের করেছেন।

সর্বশেষ সংবাদ