বগুড়া সরকারী শাহ সুলতান কলেজে ২টি কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

উত্তরবঙ্গ নিউজ ডটকম: বগুড়া সরকারী শাহ সুলতান কলেজের উচচ মাধ্যমিক শাখার একাডেমিক ভবন, কলেজের মেইন গেট নির্মান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়া জেলা শাখার কার্যালয় সহ ২টি কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের ভিত্ত্বি প্রস্থর স্থাপন করেন প্রধান অতিথি জেলা আ’লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। উদ্বোধন পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন শিক্ষা হলো একটি জাতির মেরুদন্ড। তাই শিক্ষার আলো প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। এই সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এবং বছরের শুরুতেই একযোগে সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছে । একটি দেশ উন্নত রাষ্ট্রে এবং উন্নত জাতি হিসেবে স্থান করে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। বাংলাদেশে এখন শিক্ষিতের হার অনেক বেড়ে গেছে। আগে যেখানে শিক্ষার হার ছিল ৪২% সেখানে এখন ৮০-৮২% এ দাড়িয়েছে।তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন তোমাদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। অত্র কলেজের অধ্যক্ষ প্রফের মোঃ এজাজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মোছাঃ নাছিমা রশিদ, শিক্ষক পরিষদেও সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সামছুল হক মন্ডল এবং কলেজ ছাত্রলীগ সভাপি বিশ্বজিৎ কুমার সাহা সহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার্থীবৃন্দ। ভিত্ত্বি প্রস্থর স্থাপন শেষে দোয়া মোনাজাত করা হয়।

সর্বশেষ সংবাদ