পলাশবাড়ীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৯ নভেম্বর (সোমবার) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে কিশোরগাড়ী ইউনিয়নের আজমতপুর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোছা. মেরিনা আফরোজ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ময়নুল হক ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল আউয়াল, পাপিয়া খাতুন ও এসএম সবুর প্রমুখ। ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণে ৩২ জন নারী ও ৩২ জন পুরুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ