বগুড়ায় নতুন করোনায় শনাক্ত ১৩

রোমান,বিশেষ প্রতিনিধিঃ বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনার ফলাফলে নতুন করে ১৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার  ১৩ দশমিক ১৩ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৩ জনের সবাই  সদরের  বাসিন্দা।

শনিবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি আরও জানান, ১জানুয়ারী জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে  ৯৬টি নমুনায় ১৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩টি নমুনায় সবার নেগেটিভ  এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৬০৮জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৮১১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২২৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৭৩জন।

 

সর্বশেষ সংবাদ