সাদুল্লাপুরে অবশেষে প্রধানমন্ত্রীর ঘর পেলো আমেনা বেগম

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ মজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। কেউ থাকবে না গৃহহীন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী অসহায় ও দুঃস্থদের ঘর নির্মাণ কর্মসূচীর আওতায় আমেনা বেগমের ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী অফিসার নবীনেওয়াজসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ ছাড়াওএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় এ কর্মসূচী বাস্তবায়িত হবে। এ সময় আমেনা বেগমের হাতে জেলা প্রশাসক খাদ্য সামগ্রী চাল, ডাল, তেলসহ শীতের কম্বল তুলে দেন। ঘরবাড়ি, খাবার ও কম্বল পেয়ে আমেনা বেগম অনেক খুশি। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ জানান এবং তাঁর জন্য অনেক দোয়া করেন।

 

সর্বশেষ সংবাদ