তারেক রহমান বাংলাদেশের মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছে-সাবেক এমপি লালু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, তারেক রহমানের জনপ্রিয়তা দেখে এ সরকার ঈর্ষান্বিত হয়ে তার নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারী করেছে। তারেক রহমান বাংলাদেশের মানুষের মনিকোঠায় ঠাই করে নিয়েছে। তাকে মামলা দিয়ে ও গ্রেফতারী পরোয়ানা দিয়ে কোন লাভ হবে না। তারেক রহমান এ যুগের এদেশের শ্রেষ্ঠ সন্তান। তারেক রহমানের জনপ্রিয়তা দেখে এ সরকার ভয় পায়। তাই সরকার মনে করে তারেক রহমানকে দমাতে পারলেই বিএনপিকে দমানো যাবে। বিএনপি একটি বৃহত্তর সংগঠন। বিএনপিকে দমানো যাবে না। তারেক রহমানকেও দমানো যাবে না। এ সরকার যতই গ্রেফতারী পরোয়ানা জারী করুক না কেন তারেক রহমানের জনপ্রিয়তা আরো বাড়বে। আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তা নতুন কোনো ঘটনা নয়। গত ১২ বছর যাবৎ তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার জন্য, শুধু জনাব তারেক রহমান না দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব গণতান্ত্রিককামী মানুষদের রাজনীতি থেকে দূরে রাখার জন্য গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আজ সে চক্রান্তের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হয়ে আছেন। তারই ধারাবাহিকতায় আজকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বহু হুলিয়া জারি করে তাকে নির্বাসিত করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বুধবার সকালে বগুড়া জেলা বিএনপির আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে তারেক রহমান সাহেবকে এত ভয় কেন? ভয়ের একটাই কারণ যে তারেক রহমান সাহেব এদেশের মানুষের যে রাজনীতি সেই রাজনীতির পতাকা তুলে ধরেছেন। যে পতাকা ১৭৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন এবং যে পতাকাকে নিয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে রক্ষার মধ্য দিয়ে। আজকে সেজন্যই তারেক রহমান তাদের এত ভয়। বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল এর সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আসন্ন বগুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল তৈয়ব জাকির, মাহবুবুর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাইন, সহীদ উন নবী সালাম, মাফতুন আহমেদ খান রুবেল, ভিপি অধ্যাপিকা শামিমা আকতার পলিন, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সোলায়মান আলী, শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম, বগুড়া সদর উজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রাসেল মামুন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ