বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে গণহত্যা দিবস পালিত

সঞ্জু রায়, স্টাফ রিপোর্টার: বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কালো ব্যাচ ধারণ, শোক র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম মাহাবুবুল হান্নান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও উচ্চ মাধ্যমিক ভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সাহার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রেজাউন্নবী, বাংলা বিভাগের অধ্যাপক মোঃ হায়দার আলী এবং বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখার সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস। পরে বাদ জোহর কলেজের উভয় ভবন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সর্বশেষ সংবাদ