মো: রফিকুল ইসলাম সহকারি অধ্যাপক,পদার্থবিদ্যা বিভাগ.সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া

পান্তা কালচার

পান্তা ভাতে ইলিশ খাওয়া
একদিনের জন্য বাঙ্গালী হওয়া
পহেলা বৈশাখে গান গেয়ে
রমনার বটমূলে যাওয়া
এলিট বাঙ্গালীর এটাই চাওয়া ।
গ্রাম গঞ্জের শ্রমজীবি ও কর্মজীবি
মানুষ দের নুন আনতে পান্তা হাওয়া
পটেবাড়া চাইলেই খায়,
বৗয়ের হাতের ঝাটার ঝাড়া ।
পেঁয়াজেই পান্তা শেষ
মাছের বালাই নেইকো রেশ ।
তাদের কাছে পান্তা ইলিশ
কল্পনাতে নাই বা বলিস ।
কাঁচা মরিচ আর বাশি ঝোল
তাতেই বলে হরিবোল ।
গ্রাম গঞ্জে আজও ভাই
পান্তা তাদের নিত্য ঠাঁই
ঘটা করে পান্তা খাবার
এসবের আমেজ নাই ।
আউশ, আমন ধানের পান্তা
নুন পিঁয়াজ মরিচে দিব্যি নাস্তা
এ সব খেয়েই মানুষ গুলো
প্রকৃত বাঙ্গালী রয়েই গেল ।

সর্বশেষ সংবাদ