গাইবান্ধায় ‘আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে’র অবহিতকরণ সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পে’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি একেএম রেজাউল হক, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাংবাদিক এসএম বিপ্লব, এসআরডিএসের প্রোগ্রাম ম্যানেজার মো. জহুরুল হক, সিনিয়নর প্রোগাম অফিসার আব্দুল হালিম ও তৃণমূল সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক এটিএম আলী মর্তুজা মন্ডলসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের আমলে আর্সেনিক নিরাপদ সুপীয় পানি সরবারহ করার লক্ষে কাজ করে যাচ্ছে। এ জন্য সুস্থ জাতি গঠনে নিরাপদ পানি ও নিরাপদ পানি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
উল্লেখ্য; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলতি বছর এ প্রকল্পের আওতায় গাইবান্ধার ৪টি উপজেলায় ৬০ হাজার নলকুপ আর্সেনিক পরীক্ষা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

সর্বশেষ সংবাদ