বঙ্গবন্ধুতে শাজাহানপুর ও বঙ্গমাতা সোনাতলা দল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) শাজাহানপুর উপজেলা দল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (অনুর্ধ্ব-১৭) সোনাতলা উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে বঙ্গমাতা সোনাতলা উপজেলা দল শাজাহানপুর উপজেলা দলকে ৭-০ গোলে পরাজিত করে। দিনের অপর খেলায় বঙ্গবন্ধু শাজাহানপুর উপজেলা দল বগুড়া পৌরসভা দলকে ট্রাইব্রেকারে ৮-৭ গোলে পরাজিত করে।খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি, জেলা ফুটবক এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন, সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব শেখ, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, বগুড়া পৌরসভার সহকারি প্রকৌশলী ও টিম ম্যানেজার আবু জাফর মোঃ রেজা প্রমূখ।খেলায় বঙ্গমাতা সোনাতলা দলের মীরা সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অফ দা ম্যাচ এবং একই দলের নীলা সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে। বঙ্গবন্ধুতে পৌরসভা দলের আল আমিন ম্যান অবদা ম্যা, একই দলের রবিন সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে।

সর্বশেষ সংবাদ