আবারো করোনায় মৃত্যু শূন্য দিন দেখল বগুড়া

স্টাফ রিপোর্টার:আবারও করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বগুড়া। করোন ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় এ জেলার বিভিন্ন হাসপাতালে বগুড়া এবং বাইরের জেলার কেউ মারা যাননি। এর আগে গত ২ সেপ্টেম্বর, ৮ সেপ্টেম্বর, ১৭ এবং ১৮ সেপ্টেম্বর একই চিত্র দেখা গিয়েছিল। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৫৩ নমুনায় আরও ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪ দশমিক ৩৪শতাংশ। যা গতকাল ছিল ৪ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে বগুড়ার কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৩জনেই অপরিবর্তিত রয়েছে।এছাড়া বৃহস্পতিবার মোট ২৫৩টি নমুনার ফলাফল এসেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১জনের করোনা শনাক্ত হয়েছে।নতুন আক্রান্ত ১১জনের মধ্যে সদরে ১০ বাকি একজন শাজাহানপুরের বাসিন্দা।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪৪০জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৭২১জন এবং ৩৬জন চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ সংবাদ