ধান কাটার হ্যান্ডমেশিন কৃষিখাতে নতুন সংযোজন

কৃষি প্রধান বাংলাদেশের আধুনিক যন্ত্রের সাথে আরো একটি নতুন সংযোজন ধান কাটার হ্যান্ডমশিন। দেশে কৃষি পণ্য উৎপাদনে যুগান্তকারি সাফল্য অজর্নের ক্ষেত্রে যেসব বিষয়াদির সম্পৃক্ততা রয়েছে, তার মধ্যে কৃষি যন্ত্রাংশের আধুনিকায়ন অন্যতম। এদিকে থেকে বগুড়ার কৃষি যন্ত্রাংশ সারাদেশে একটি উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। এর সাথে দেশের কৃষিখাতে অধিক অগ্রগতি আনতে সম্প্রতি বগুড়ায় এস এস ইন্টারন্যাশনাল আরো একটি কৃষি যন্ত্রের সংযোজন করেছে ধান কাটার মেশিন। বগুড়ার শহরে আলতাফুননেসা খেলার মাঠ লেনে অবস্থিত এস এস ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী জিললুর রহমান শামীমের সাথে এবিষয়ে কথা বলে জানা যায়, কৃষকদের অনেক পরিশ্রমের ফসল ধান। পাকা ধান কৃষকের গোলায় তুলতে তাদের অনেক ঘাম ঝরাতে হয়, দুঃচিন্তায় কৃষকের পিছু ছাড়ে না- কখন প্রাকৃতিক দুর্যোগে অনেক কষ্টের ফসলের না জানি কী হয়! তাই তিনি ধান টাকার আধুনিক যন্ত্র জাপানী প্রযুক্তির ধান কাটার মেশিন আমদানি করেছেন। তিনি আরো জানান, মাত্র এক লিটার পেট্রল তেল দিয়ে তিন ঘণ্টা ধান কাটা যাবে। সারিবদ্ধভাবে কাটা ধান খুব সহজেই আঁটি বেঁধে ঘওে তুলতে পারবেন কৃষকেরা। এই মেশিন ব্যবহার করা খুব সহজ, যেকোনো ব্যক্তি সহজেই এ ধান কাটা মেশিন চালাতে পারবেন। এ মেশিন ব্যবহারের ফলে কৃষকেরা অর্থ সময় এবং দুঃচিন্তামুক্ত থাকতে পারবেন। জানা যায়, উত্তরবঙ্গের একমাত্র পরিবেশক এস এস ইন্টারন্যাশনাল গত কয়েক বছর থেকেই এই ধান কাটা মেশিন আমদানি করছে। ইতোমধ্যে দেশের উত্তারাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এই ধান কাটা মেশিনের ব্যবহার হচ্ছে। এ মেশিনের গুণাগুণে ব্যাপক চাহিদা থাকায় সারাদেশে এর সরবরাহ করার চেষ্টা চলছে। এ বিষয়ে আরো জানা যায়, ধান কাটার পাশাপাশি আগাছা, ঝোপঝাড়, ছোটখাটো গাছ, বাগান পরিষ্কারসহ এ মেশিনের নানাবিধ ব্যবহার করা যায়।

সর্বশেষ সংবাদ