গাবতলীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: আগামী ৩১জানুয়ারি ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বগুড়ার গাবতলীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী লতিফুল বারী মিন্টু ও আজাদুল ইসলাম বাদী হয়ে পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
জানা গেছে, গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর রহমান (নৌকা মার্কা) ও তার দলবল ২৫জানুয়ারি রাত সাড়ে ৯টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লতিফুল বারী মিন্টুর (ঘোড়া মার্কা) নির্বাচনী এজেন্ট ও কর্মী আনিছুর রহমান মিন্টুর সুখানপুকুর বন্দরে অবস্থিত বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিভিন্ন জায়গায় টাঙানো ঘোড়া প্রতিকের পোষ্টার ছিঁড়ে ফেলে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিন্টু ২৬জানুয়ারি গাবতলী উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও’র বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এর অনুলিপি দিয়েছেন, বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিস, গাবতলী নির্বাচন অফিস ও মডেল থানার ওসিকে। অপরদিকে সোনারায় ইউপির আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান আলতাফ ও তার লোকজন ২৫জানুয়ারি রাত ৮টায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাদুল ইসলামের মোটর সাইকেল প্রতিকের পোষ্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে এবং নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করে তান্ডবলিলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাদুল ইসলাম গতকাল বুধবার বাদী হয়ে উপজেলা রিটার্নিং অফিসার ও ইউএনও’সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে ইউএনও রওনক জাহান ও থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, এ সংক্রান্ত দুটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আইন হাতে নিয়ে বাড়াবাড়ি করলে কেউ ছাড় পাবে না। তাঁরা এক প্রশ্নের জবাবে বলেন, গাবতলীতে ইউপি নির্বাচন যেকোনমূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে।

সর্বশেষ সংবাদ