বগুড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খানাপিনা রেস্টুরেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় খাবারে ভিন্নরকম স্বাদ নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খানাপিনা রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এর বিপরীতে এই রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
হেলভেশিয়া রেস্টুরেন্টের অন্যতম শাখা হিসেবে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী প্রিন্স সরকারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শাহ সুলতান কলেজের প্রভাষক খায়শেদ আলম শিপন, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার ও যুব সংগঠক সঞ্জু রায় এবং সাবেক ছাত্রনেতা মিম পোদ্দার। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে নারী উদ্যোক্তা কাকলী আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী নাফিউল নাহিদ, মিজু আহম্মেদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হেলভেশিয়া রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী প্রিন্স সরকার এর উদ্যোগে করোনাকালীন সময়ের শুরু থেকে করোনা রোগীদের বিনামূল্যে খাবার দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় উক্ত রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধাদের খাবার সম্পূর্ণ ফ্রি যারা খেতে চান, পঞ্চাশের উর্ধ্বে মা অথবা বাবার জন্যে খাবার ফ্রি যদি ফ্যামিলি নিয়ে তারা খেতে যায়, সুবিধাবঞ্চিত শিশুদের খাবার সম্পূর্ণ ফ্রি এবং শহরের ভিতরে যে কোন হাসপাতাল বা ক্লিনিকে রোগীর জন্যে প্রয়োজনমতো খাবার ফ্রি সরবরাহ করা হয় এই রেস্টুরেন্ট থেকে। এছাড়াও যেকোন বিপদে আপদে কেউ যদি তাদের কাছে খাবার চাই তারা আন্তরিকতার সাথে খাবার পৌঁছে দেয়। মানবিক এমন নানা উদ্যোগের কারণে ইতিমধ্যেই দেশব্যাপী নানা প্রশংসা কুড়িয়েছে রেস্টুরেন্টটি। তবে স্রোতের বিপরীতে ইতিবাচক এমন উদ্যোগে ব্যবসাতে লোকশান হয়নি প্রিন্স সরকারের বরং সকলের দোয়া ও ভালবাসায় তিনি এগিয়ে চলেছেন আপন গতিতে যা সত্যিই অনুকরণীয়।

সর্বশেষ সংবাদ