খুন,ডাকাতি ও চাঁদাবাজি মামলার আসামী মিথুন বিহারী পিস্তুল ও গুলি সহ গ্রেফতার

এস আই সুমন,স্টাফ রিপোর্টারঃ বগুড়া ডিবি জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অভিযানে খুন,ডাকাতি,চাঁদাবাজি, মাদক ও অপহরন মামলার একাধিক আসামী মিথুন বিহারী (৩৫) কে পিস্তুল ও গুলি সহ গ্রেফতার। ইং ০৭/০৩/২০২২ খ্রিঃ তারিখ সময় ১৬.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আলী হায়দার চৌধুরী বিপিএম এর তত্ত্বাবধানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে বগুড়া ডিবির একটি চৌকস টিম বগুড়া সদর থানাধীন দক্ষিন আটাপাড়া শাহী মসজিদের পশ্চিমে উপশহর টু ওয়াবদাগামী পাকা রাস্তার দক্ষিনে তোফাজ্জল, পিতা-মহসিন চেয়ারম্যান এর ফাঁকা জায়গার পূর্ব দক্ষিন কর্নার হইতে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগজিন ও ০১ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামী মোঃ মিথুন খান ওরফে মিথুন বিহারী ওরফে লিটন বিহারী (৩৫), পিতা-মৃত নেহাল খান ওরফে নেহাল বিহারী , মাতা-মোছা: নুরজাহান বেগম, সাং-লতিফপুর কলোনী (বটতলা), এ/পি সাং-চক নাটাইপাড়া, থানা ও জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও তাহার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অপহরন, মাদক ও একাধিক চাঁদাবাজি মামলা রহিয়াছে বলে ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান।

সর্বশেষ সংবাদ