সারিয়াকান্দিতে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করে শ্রদ্ধা নিবেদন, কেক কেটে জন্ম দিন উদযাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বৃহস্পতিবার (১৭ই মার্চ) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, মেয়র মতিউর রহমান মতি, সাংসদ পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল,সারিয়াকান্দি উপজেলা শাখা উদীচীর সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, কৃষকলীগের সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম দুখু, যুবলীগ সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, শ্রমীক লীগের সাখাওয়াত হোসেন ছকো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।

সর্বশেষ সংবাদ