জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দিতে হবে-বগুড়া জেলা প্রশাসক

সঞ্জু রায়, বগুড়া: বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন জেলায় হোমিও কলেজ ও হাসপাতাল স্থাপন করেছেন। তিনি সঠিকভাবে রোগ নির্ণয় করে স্বল্পমূল্যে জনগণের দ্বারপ্রান্তে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার আহ্বান জানান।
হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর আয়োজনে ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে শহরের  টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বগুড়ায় হোমিওপ্যাথিক ঔষধের আধুনিক উৎপাদন প্রক্রিয়া বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন কেন্দ্রীয় সভাপতি ডাঃ এস এ এম রেজা-উর রহিম এর সভাপতিত্বে ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ও বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ এস এম মিল্লাত হোসেন, বগুড়া প্রেসক্লাবের  সহ সভাপতি আব্দুস সালাম বাবু, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আব্দুস সামাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সহ সভাপতি ডাঃ আলী হোসেন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ আয়ুব হোসেন। এছাড়াও ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ আব্দুল খালেক, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর কার্যকরী সদস্য ডাঃ সাহেদুল আলম সবুর, বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ মুন্জুরুল আলম লিটন, ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন বগুড়ার সাধারণ সম্পাদক ডাঃ হুমায়ন কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান সুমন, সাধারণ সম্পাদক ডাঃ শাহ গাজী, ডাঃ আবুল মুনসুর ডাঃ মাওলানা আকরাম বিন হামেদ, ডাঃ আবুল কালাম আজাদ, ডাঃ আনোয়ার হোসেন, ডাঃএ  এস এম সাহাবুদ্দিন আহমেদ, ডাঃ স্বপন কুমার বিশ্বাস, ডাঃ অভিজিৎ সরকার পার্থ, ডাঃ সুজিত কুমার ভৌমিক, ডাঃ ফিরোজ মাহমুদ, ডাঃ এহতেশাম আলী আহমেদ, ডাঃ মাহফুজা আক্তার সোহেলী, ডাঃ সম্পা বৈরাগী, ডাঃ প্রমিত কুমার মন্ডল, ডাঃ ফাহমিদা আক্তার ফেন্সি, ডাঃ আব্দুল আলীম, ডাঃগোলাম মোস্তফা এবং ডাঃ শফিকুল ইসলাম। ওয়ার্কশপটি সঞ্চালনা করেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর সেক্রেটারী জেনারেল ডাঃ মাহবুব হাফিজ।

সর্বশেষ সংবাদ