বগুড়ায় ঈদ উপহার হিসেবে ঘর পেল ৯৩০পরিবার

স্টাফ রিপোর্টার:মুজিববর্ষ উপলক্ষে এবং ঈদ উপহার হিসেবে ৩য় পর্যায়ে বগুড়ার ১২ উপজেলায় ৯৩০টি পরিবারকে প্রধানমন্ত্রী জমিসহ ঘর উপহার দিয়েছেন। ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধনের পর সুবিধাভোগীদের জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়। সদর উপজেলা হল রুমে বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক প্রধানমন্ত্রীর পক্ষে এসব দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।জমিসহ নতুন ঘর পেয়ে উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।লাহিড়ীপাড়ার মনোয়ারা বেগম নামে একজন উপকারভোগী বলেন, ‘আমার জায়গা জমি ছিল না। পরের বাড়িতে কাজ আর ভাড়া বাড়িতে থাকতাম। অনেক কষ্ট করেছি। এখন মা হাসিনা জায়গা দিয়েছেন। ঘর দিয়েছেন। আমি তাতে অনেক খুশি। তার জন্য নামাজ পড়ে মোনাজাত করবো। আমাদের মতো গরিবদের পাশে যেন তিনি সারাজীবন থাকতে পারেন। আমাদের চোখের পানি যেন মুছে যায়।’সাখাওয়াত হোসেন নামে একজন দিনমুজুর বলেন, ‘সংসারে পাঁচজন লোক। মাঠেঘাটে কাজ করে সংসার চালাই। আমার কোনও জমি নেই। প্রধানমন্ত্রী জমি দিছেন, ঘর দিছেন। এগুলো পেয়ে আমি খুব খুশি। বিনামূল্যে জমি-ঘর পাবো কোনোদিন ভাবিনি।’জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলার মধ্যে সারিকান্দিতে ১৮০, ধুনটে ১৫০, শিবগঞ্জে ৬৬, সোনাতলায় ৩৫, কাহালুতে ৫৪, শেরপুরে ১০০, গাবতলীতে ৬৫, বগুড়া সদরে ৬৯, শাজাহানপুরে ৩২, নন্দীগ্রামে ১২৮, আদমদীঘি ১৫ এবং দুপচাঁচিয়ায় ৩৬টি গৃহ ও ভূমিহীন পরিবার এ বাড়ি পেলেন।এর আগে বগুড়া জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১ম ও ২য় পর্যায়ে ২৩০৯টি পরিবারকে ঘর দেওয়া হয়। আর ৩য় পর্যায়ে ৯৩০টি ঘর প্রদান করা হলো।ঘর প্রদান অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, উপপরিচালক (স্থানীয় সরকার) মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, এলজিডির নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সদর থানার ওসি সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।

সর্বশেষ সংবাদ