বগুড়া আদমদীঘিতে ১ জন (পর্নোগ্রাফি) সংরক্ষন ও সর্বরাহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

প্রেস বিজ্ঞপ্তি,শিমুল হাসান, (বগুড়া) প্রতিনিধি-বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার আদমদীঘি থানা এলাকায় ১ জন অসাধুভাবে নিজ কম্পিউটারে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও চিত্র (পর্নোগ্রাফি) সংরক্ষন করিয়া গ্রাহকদের নিকট সরবরাহ করিয়া অর্থ উপার্জন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ১৮ জুন ২০২২ ইং তারিখ সময় রাত ২০.৫০ ঘটিকায় বগুড়া জেলার আদমদীঘি থানাধীন সান্তাহার মিনিবাস স্ট্যান্ডস্থ হারুন ফোন ফ্যাক্স এন্ড মাল্টিমিডিয়া দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় র‍্যাব সদস্যরা উক্ত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে থাকার কারণে একজনকে গ্রেপ্তার করেন। গ্রেফতার কৃত আসামি বগুড়া আদমদিঘী উপজেলা নামাপোতা এলাকার পিতা ঃ মৃত ঃ ইছাহকের ছেলে রিপন হোসনে (৪২)। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে সর্বমোট -৫ টি হার্ডডিক্স, ২ টি মনিটর, ২ টি সিপিইউ, ২ টি কিবোর্ড, ২ টি মাউস, ০৬ টি ক্যাবল, মোবাইল এবং টাকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে বগুড়া র‍্যাব–১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান
র‌্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ