গাইবান্ধায় দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের সরকারি জায়গা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এক অভিযান পরিচালনা করেন প্রশাসন। এসময় বুলডোজার ও হ্যামার দিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোমবার (২০ জুন) দিনব্যাপী জেলা শহরের হকার্স মার্কেট সংলগ্ন ডাকবাংলা মোড় থেকে পূর্বপাড়া ও পুরাতন বাজার জনতা ব্যাংক পর্যন্ত এসব স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের নির্দেশে এনডিসি এসএম ফয়েজ উদ্দিনের নেতৃত্বে ওই স্থানগুলো ছাড়াও পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর থেকে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার এবং হ্যামার দিয়ে উচ্ছেদ করে প্রশাসনসহ সড়ক ও জনপথ বিভাগ।
উচ্ছেদ অভিযানে গাইবান্ধা সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার, উপ-বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক ও উপসহকারী প্রকৌশলী আহসান সানবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি এসএম ফয়েজ উদ্দিন জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পৌরসভার মধ্যে ফুটপাত ঘেষে যেসব অবৈধ স্থাপনায় ব্যবসা-প্রতিষ্ঠান ছিল সেসব আমরা উচ্ছেদ করছি।

সর্বশেষ সংবাদ