মেঘা জাতীয় পর্যায়ে দু’টি বিষয়ে সাফল্য অর্জন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র যৌথ আয়োজনে দেশব্যাপী বয়স ও বিষয় ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা গত ১৭ সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশালায় অনুষ্ঠিত হয়। করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ-এর ৭ম শ্রেণীর ছাত্রী এবং আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র নৃত্য শিল্পী মার্জিয়া সুলতানা মেঘা জাতীয় পর্যায়ে দু’টি বিষয়ে সাফল্য অর্জন করেছে। ‘খ’ বিভাগে ভরত নাট্যম নৃত্যে সেরা পাঁচ-এ এবং সাধারণ নৃত্যে সেরা দশ-এ অবস্থান করে বিজয়ী হয়েছে। মেঘা পরপর ৪বার নৃত্যে জাতীয় পদক অর্জন করল। তার এই সাফল্যে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ-এর চেয়ারম্যান মোজাম্মেল হক, অধ্যক্ষ ছামছুল আলম, আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র সভাপতি আব্দুস সামাদ পলাশ এবং সাধারণ সম্পাদক লায়ন আব্দুল মোবিন জিন্নাহ্ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই প্রতিযোগিতায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠী’র আরো দু’জন নৃত্য শিল্পী নওশীন সাইয়ারা নুহা ‘ক’ বিভাগে সাধারণ, ভরত নাট্যম, কথক এবং আয়েশা ফায়রুজ চৌধুরী শায়েরী ‘গ’ বিভাগে সাধারণ, ভরত নাট্যম, কথক এই তিনটি বিষয়ে জাতীয় পদক অর্জন করেছে। এরা সবাই মাহাবুব হাসান সোহাগ-এর ছাত্রী।

 

সর্বশেষ সংবাদ