ড. এনামুল হকের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ

জাতীয় যাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক একুশে পদক,স্বাধীনতা পদক ও ভারতের রাষ্ট্রীয় পদ্মশ্রী পদকে ভূষিত বিশিষ্ট প্রত্নতত্ত্ব ও ইতিহাসবিদ বগুড়ার কৃতি সন্তান প্রফেসর ড. এনামুল হকের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন(বিইউজে) গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বিবৃতিতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে। বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন শিল্পকলা বিশারদকে হারালো। একাধারে প্রত্নতত্ব, ইতিহাস ও শিল্পকলা বিশারদ হিসেবে ড. এনামুল হক যেমন খ্যাতি অর্জন করেন, একইভাবে তিনি জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা এবং এদেশে জাতীয় পর্যায়ে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি লন্ডন ও নিউইয়র্ক সফর করে স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশবাসী তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সংবাদ