ফুলছড়িতে তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুশাসন বাস্তবায়নে বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে উপজেলার বাঁধ ও গ্রামীণ রাস্তার ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মক্ত স্থানে তালের চারা ও বীজ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তালের চারা ও বীজ রোপনের কর্মসূচী গ্রহণ করেন ফুলছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
ফুলছড়ি উপজেলা পরিষদ পুকুরপাড়ে তাল বীজ রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ