বগুড়ার জলেশ্বরীতলা থেকে নবজাতক শিশু উদ্ধার

সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার পৌরসভা লেনের এক বাসার সামনে থেকে নবজাতক এক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। বাচ্চার আনুমানিক বয়স তিনদিন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে গেছেন সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান। এ সময় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে জলেশ্বরীতলার পৌরসভা লেনে এক গণমাধ্যমকর্মী তার বাসার গেইট খুলে ওই নবজাতককে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে ওই নবজাতককে ক্লিনিকে পরে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে নেয়া হয়েছে। তবে শিশুটির অবস্থা বর্তমানে ভাল আছে। প্রাথমিকভাবে কোন সমস্যা নেই। শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ সাপেক্ষে পরবতীর্তে শিশুটির জন্যে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ