বগুড়ায় ইমপালস হাসপাতালের যাত্রা শুরু

প্রেস বিজ্ঞপ্তি-বগুড়ায় যাত্রা শুরু করলো ইমপালস হাসপাতাল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শহরের ঠনঠনিয়া আইএইচটি লেনে এর উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) অধ্যক্ষ ডা: রেজাউল আলম জুয়েল, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্চয়, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তৌফিকুর রহমান ভান্ডারী বাপ্পী,  বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক,ডা: এস এম মিল্লাত হোসেন, ডা: মনিরুজ্জামান আশরাফ বিপুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কাউন্সিলর আমিনুল ইসলাম, আব্দুল মতিন সরকার, এনামুল হক সুমন, রাজু হোসেন পাইকার, ডা: ফারুক হোসেন, ডা: আজিজুল হক, ডা: অসীম কুমার সাহা, ডা: মনোজ্ঞ চিত্রলেখা, ডা: সুরজিত সরকার তিতাস, ডা: রোকনুজ্জামান সোহাগ, ডা: শারমিন হোসেন মমি, ডা: রেজোয়ানুল হক সৈকত, ডা: ইমতিয়াজ,  ডা: মোসলেম উদ্দিন হায়দার, ডা: আব্দুল হালিম, ডা: মোস্তফা মাহবুব মোর্শেদ, শাহীদুল ইসলাম সুইট, আব্দুল্লাহ আল নোমান ও আরমান কবীর প্রমুখ।  পুরো অনুষ্ঠান পরিচালনা করেন ডা: শফিক আমিন কাজল।
এসময় অতিথিবৃন্দ প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত সকলের ভূয়শী প্রশংসা করে বলেন, এরূপ দক্ষ এবং পরিশ্রমী মানুষদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান বগুড়ার বেসরকারি স্বাস্থ্যসেবায় মডেল হিসেবে দৃষ্টান্ত স্থাপন করবে।
ইমপালস হাসপাতালে সার্জারী, গাইনী, মেডিসিন, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন। এছাড়া পুরুষ ও মহিলা সার্জন চিকিৎসক অপারেশন করে থাকবেন।
এদিকে, উদ্বোধন উপলক্ষে পুরো আগস্ট মাস জুড়ে ডা: শফিক আমিন কাজল (রোববার-বৃহস্পতিবার) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন। এছাড়া ডা: মোস্তফা মাহবুব মোর্শেদ বাত ও ব্যথাজনিত রোগীদের বিনামূল্যে ( রোববার-বৃহস্পতিবার) দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুরো আগস্ট মাসজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

সর্বশেষ সংবাদ