শেখ হাসিনার নেতৃত্বে আ”লীগ সরকার দেশে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করেছে-মজিবর রহমান মজনু

স্টাফ রিপোর্টার:বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন ২০০৫ সালে ১৭ই আগস্ট বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা করে ৪শ’ স্পটে৫শ’ বোমা বিস্ফোরণ করে দুইজন নিহত এবং ২ শতাধিক মানুষ আহত করেছিল সেই দিনে। হামলা থেকে রেহাই পায়নি আদালত ভবন, বিমানবন্দর, বিভিন্ন দেশের দূতাবাস, পুলিশ সুপার কার্যালয়, প্রেস ক্লাব সহ সরকারি, আধা -সরকারি স্থাপনা।তিনি আরো বলেন, বিএনপি- জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশে এই জঙ্গিবাদের উত্থান সৃষ্টি হয়। ২০০৫ সালের আগে থেকেই জঙ্গিরা নানা ঘটনার মধ্য দিয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছিল। কিন্তু বিএনপি- জামাত সরকার বিষয়টা ততটা গুরুত্বের সঙ্গে না নিয়ে চুপচাপ থেকে জঙ্গিদের উৎসাহিত করেছে। জোট সরকার এই জঙ্গিদের বিরুদ্ধে কখনো কঠোর অবস্থান গ্রহণ করেনি। এই সুযোগে জঙ্গিরা হয়ে ওঠে খুবই সংগঠিত। জঙ্গিরা শুধু বোমা হামলায় করেনি প্রচারপত্র, লিফলেট ছড়িয়ে দিয়ে(জেএমবি) নামক একটি জঙ্গি সংগঠনের আত্মপ্রকাশ করেছিল। জোট সরকার দেশকে জঙ্গিবাদের উত্থান সৃষ্টি করে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রেও পরিণত করেছিল। পরবর্তীতে এই সংগঠন জোট সরকারের মদদে প্রকাশ্যে দেশের বিভিন্ন স্থানে বিচারপতি, শিক্ষক, সাংবাদিক, পুলিশ সহ অসংখ্য সাধারণ মানুষ জঙ্গি হামলার শিকার হয়েছে। বিএনপি-জামাত জোট সরকার রাষ্ট্র পরিচালনা করে এই জঙ্গি সংগঠনকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। শুধু তাই নয় গ্রেফতারকৃত জঙ্গিদের স্বীকারোক্তি মূলক জবানবন্দীতে তৎকালীন ক্ষমতাসীন দলের কোন কোন নেতার পৃষ্ঠপোষকতা করত তাদের নামও উল্লেখ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘হাওয়া ভবন’ সিন্ডিকেট এই জঙ্গী সংগঠনকে ব্যবহার করতো।সভাপতি তার বক্তব্যে আরো বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে দেশে জঙ্গি বাদ নির্মূলের ঘোষণা দিয়েছিলেন। জেএমবি র ১৭ ই আগস্ট এর বোমা হামলার সারাদেশে ১৬০টি মামলার মধ্যে ইতিমধ্যেই ১২০টি মামলার নিষ্পত্তি হয়েছে। উল্লেখযোগ্য জঙ্গিদের ফাঁসির আদেশ সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। বাকি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অঙ্গীকারাবদ্ধ। একমাত্র আওয়ামী লীগ সরকারি দেশের কথা ভাবেন। শেখ হাসিনার সরকার দেশে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করেছে। আগস্ট মাস আমাদের জাতির জীবনের একটি শোকাবহ মাস।তাই এই মাসে সকল নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।তিনি আজ সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে এই সব কথা বলেছেন।১৭ আগস্ট বুধবার বেলা এগারোটায় বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগনেতা, টি জামান নিকিতা, প্রদীপ কুমার রায়, মনজুরুল আলম মোহন, একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আব্দুল্লাহ আল রাজী জুয়েল, নাসরিন রহমান সীমা, বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, এস এম রুহুল মোমেন তারিক, এস এম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, অধ্যক্ষ শামসুল আলম জয়, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, অধ্যক্ষ আহসানুল হক, সাইফুল ইসলাম বুলবুল,খাদিজা খাতুন শেফালি, আবু সুফিয়ান শফিক, আলমগীর হোসেন স্বপন, আলতাফুর রহমান মাসুক, গৌতম কুমার দাস, আবু ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, আব্দুস সালাম, কামরুল মোর্শেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্মার লিটন, সাজেদুর রহমান শাহিন, মনজুরুল হক মঞ্জু,জুলফিকার রহমান শান্ত, অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, সাবরিনা পিংকি, ডালিয়া নাসরিন রিক্তা, রাশিকুজ্জামান রাজন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

সর্বশেষ সংবাদ