গাবতলীর চকমাল্লা থেকে রামেশ্বরপুর কৃষক ফ্রন্ট এর পদযাত্র

ইউরিয়া সার-জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার কর, বিদ্যুতের লোডশেডিং বন্ধ কর, দ্রব্যমূল্য কমানোর দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়ার উদ্যোগে আজ ২০ আগস্ট’২০২২ বিকাল ৫:০০টায় চকমাল্লা থেকে রামেশ্বরপুর ৭ কিলোমিটার পদযাত্রা এবং নিশুপাড়া বটতলা, রামেশ্বরপুর বটতলা, পাঁচ কাতুলি মঘার মোড়, মন্ডল বাজার পাঁচ কাতুলি চকমাল্লা থেকে রামেশ্বরপুর বাজারসহ মোট ৪ টি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের গাবতলী উপজেলার নেতা, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা সাবেক সদস্য সচিব, সদস্য সাইফুজ্জামান টুটুল, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সভাপতি মাসুদ পারভেজ, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “যখন উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকরা উৎপাদনে উৎসাহ, এমনকি আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। তখন বিশ্ববাজারের দোহাই দিয়ে ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা সরকার বৃদ্ধি করে কৃষকের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। ইউরিয়া সারের পর সরকার ডিজেলের দাম একলাফে লিটার প্রতি ৩৪ টাকা বাড়িয়েছে। ডিজেলের দাম বাড়ায় বিঘা প্রতি সেচ খরচ বাড়বে ৭০০ টাকা। পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহারে খরচ বাড়বে ৩০০ টাকা। ইউরিয়ার দাম বাড়ানোর কারণে খরচ বাড়বে ৫০০ টাকা। সব মিলে এক বিঘা জমিতে চাষের খরচ বাড়বে ১৫০০ টাকা। এ ছাড়া বিদ্যুতের লোডশেডিং-এর ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত মূল্যবৃদ্ধির ফলে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। নেতৃবৃন্দ এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান, সেইসাথে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণ আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ সংবাদ