বগুড়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:বগুড়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয় বগুড়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম।এসময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুম আলী বেগ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শরাফাত ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ টি নুরুজ্জামান, শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস এম আরাফাত ও স্বপ্ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জিয়াউর রহমান।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মাহথীর বিন মোহাম্মদ।চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০০৮ এর বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়, বগুড়া’র উপপরিচালক মোঃ মেজ-বাবুল আলম।মতবিনিময় সভায় সিনিয়র কেমিস্ট মোঃ মলিন মিয়া, পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন, স্বপ্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি নেতৃবৃন্দ, ক্লিনিক ও হাসপাতালের মালিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এমসয় ২০০৮ সালে প্রণীত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা অনুযায়ী ক্লিনিক, ডায়াগনস্টিক ও হাসপাতাল পরিচালনা করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ