বগুড়ায় ৫টি লায়ন্স ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি-লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ এর মাননীয় গভর্নর লায়ন ইঞ্জিঃ আব্দুল ওহাব এর “মানবতায় সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে বগুড়ার ৫টি লায়ন্স ক্লাবের সমন্বয়ে ১৪ অক্টোবর ২০২২  শুক্রবার সকালে শহরের জামিল নগর সুবিধা বঞ্চিত ১০০জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।
বগুড়ার ৫টি লায়ন্স ক্লাব যথা লায়ন্স ক্লাব অব বগুড়া সিটি, বগুড়া সাফা, বগুড়া তন্ময়, বগুড়া মহাস্থান ও বগুড়া সংশপ্তকের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহরের জামিল নগরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আরসি হেডকোয়ার্টার সিনিয়র লায়ন সুলতান মাহমুদ চৌধুরী, আরসি হেডকোয়ার্টার ও নিউ ভয়েস চেয়ারপারসন সার্ভিস লায়ন মঞ্জুর কাদির, আরসি হেডকোয়ার্টার ও চেয়াপারসন নিউ ভয়েস কো-অর্ডিনেটর মার্কেটিং লায়ন আতিকুর রহমান মিঠু, রিজিয়ন চেয়াপারসন লায়ন দেবদুলাল দাস, রিজিয়ন চেয়ারপারসন লায়ন নূর-এ-আলম চৌধুরী, লায়ন্স ক্লাব অব বগুড়া তন্ময় এর প্রেসিডেন্ট ও রিজিয়ন চেয়ারপারসন ক্লাবস লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, সংশপ্তক ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহজাহান আলী, লায়ন সুলতান মাসুদ রানা পাপ্পু, লায়ন আইআরএম সাজ্জাদ হোসেন, লায়ন মোহাম্মদ হামিদুল আলম, লায়ন ড. মোঃ মনসুর আলী, লায়ন মোঃ শাহান বারী, লায়ন লাখিন আহমেদ, লায়ন এজাজ আহমেদ, লায়ন নজরুল ইসলাম, লায়ন মোঃ মাহবুবুর রহমান, লায়ন মোঃ তাজিন আহমেদ, লায়ন মেহেদী হাসান, লায়ন মোঃ শহীদুল ইসলাম, লায়ন ফারুক আহমেদ, লায়ন আব্দুল বারী, লায়ন রবিউল আলম, গোলাম রায়হান শরীফ প্রমুখ। ডিস্ট্রিক্ট গভর্নরের স্লোগান ‘মানবতায় সমাজ গড়ি’ ধারণ করে লায়নবৃন্দ বিভিন্ন মানব সেবা কার্যক্রম ধারাবাহিক ভাবে পালন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ