বগুড়ায় বিশ্ব ডিম দিবস ২০২২ পালিত

সাজ্জাদ হোসেন পল্লব বগুড়া প্রতিনিধি: শুক্রবার জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া এবং পোণ্ট্রি ওনার্স এসোসিয়েশন ও হ্যাচারী মালিক সমিতি বগুড়ার আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।দিবস টি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া এর অফিস চত্বর হতে শুরু হয়ে নামাজগড় মোড় হয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া এর অফিস এ শেষ হয়। নামাজগড় মোড় এ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে ডিম খাওয়ানো হয়। র‌্যালি শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি অফিসার ও জেলা ভেটেরিনারি হাসপাতাল বগুড়া ডা: খন্দকার মো: বজলুর রহমান,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা: সাজেদুল ইসলাম, বগুড়া জেলা পোল্ট্রি হ্যাচারী মলিক সমিতি সভাপতি টি বি এইচ মোস্তাকিম । অনুষ্ঠান পরিচালনা করেন বগুড়া সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:মো:আব্দুস সামাদ।সভায় কিনোট উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মাসুদুর রহমান।এছাড়া শহরের মুক ও বধির উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরন করা হয়।

সর্বশেষ সংবাদ