বগুড়ায় এস টিভি ক্যামেরা পার্সন উপর হামলা

প্রেস রিলিজ:বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এ টিভির বগুড়া অফিসের ক্যামেরা পার্সন জাকারিয়া পাটোয়ারি বিপ্লব’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার বেলা বেলা ১টার দিকে বিপ্লব তাঁর মটর সাইকেল যোগে অফিসে যাচ্ছিল। ইয়াকুবিয়া স্কুলের মোড়ে এস এ টেলিভিশন অফিসের নীচে শেরপুর রোড়ের উপর পিছন থেকে ২/৩ সন্ত্রাসী মটর সাইকেল যোগে এসে তাঁর উপর হামলা চালায়। এতে সে চোখে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে নেয়া হলে সেখানে তাকে প্রাথকি চিকিৎসা দেয়া হয়।একজন পেশাজীবী সাংবাদিকের উপর এ ধরণের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।এঘটনা বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওসার ও মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাজেদুর রহমান সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আরিফ রেহমান, আবুল কালাম আজাদ ঠান্ডা, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আব্দুল মোত্তালিব মানিক, চপল সাহা, তানসেন আলম, নাজমূল হুদা নাসিম ও আব্দুর রহিম তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।অপর এক বিবৃতিতে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু ও সাধারন সম্পাদক জেএম রউফ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেছেন, অবিলম্বে বিল্পবের হামলাকারীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ সংবাদ