বগুড়া বিয়াম মডেল স্কুলে বই উৎসব নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার:নতুন বছরের প্রথম দিন বগুড়ায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। রবিবার সকাল থেকেই জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।সকাল ১০টার দিকে বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে আনুষ্ঠানিকভাবে বই উৎসব কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। নতুন বই হাতে পেয়ে সেখানে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠে।জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম বলেন, এই সরকারের বড় চ্যালেঞ্জ ছিল নতুন বছরের শুরুতেই সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া। বছরের প্রথম দিনেই তুলে দিতে আমরা যেমন খুশী তেমনি কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।নতুন বই পেয়ে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুস্ময় সরকার বলে, ‘ নতুন বছর শুরুর দিন বিনামূল্যে বই পেলাম। অনেক খুশী লাগছে।’রেবেকা সুলতানা নামে অপর এক শিক্ষার্থী বলে,’ নতুন বইয়ের গন্ধে অন্যরকম ভাল লাগা কাজ করছে। বাবার সাথে বই নিতে আসছিলাম। আশা করছি নতুন বইয়ে এ বছর অনেক ভাল পড়াশুনা করবো।’উদ্বোধনকালে প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রাকিবের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী , বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মুস্তফিজুর রহমান উপস্থিত ছিলেন।এদিকে, বগুড়া জেলার প্রাক-প্রাথমিক থেকে নবম (মাদ্রাসা ও কারিগরি এবং ইংরেজি মাধ্যম) শ্রেণি পর্যন্ত ৯ লাখ ১৩ হাজার ৫৭০জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ৭৩ লাখ ৭৯ হাজার ৮৪৭পিস বইয়ের।চাহিদার বিপরীতে বছরের শেষ দিন পর্যন্ত জেলায় বই এসেছে ৫৫ লাখ ১৪ হাজার ৮৬৪টি। অর্থাৎ বই প্রাপ্তির হার শতকরা ৭৪ দশমিক ৪২ ভাগ।জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, প্রাথমিক (প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি) শ্রেণির ৪ লাখ ৭৮ হাজার ৮৯২জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ২০ লাখ ২ হাজার ২১২টি। এরমধ্যে বিতরণের জন্য এসেছে ১২ লাখ ৪৭ হাজার ১৯১টি। চাহিদার বিপরীতে ৬২ দশমিক ২৯ভাগ প্রাথমিকের বই এসেছে।অপরদিকে, মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ষষ্ঠ থেকে নবম (দাখিল, এবতেদায়ী, কারিগরি, ট্রেড, ইংরেজি ভার্সন ও ব্রেল ভার্সন) শ্রেণির ৪ লাখ ৩৪ হাজার ৬৮৭জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা রয়েছে ৫৩ লাখ ৭৭ হাজার ৬৩৫পিস বইয়ের। এর বিপরীতে শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত বইয়ের প্রাপ্তি ছিল ৪২ লাখ ৬৭ হাজার ৬৭৩পিস বইয়ের। অর্থাৎ মোট চাহিদার মাত্র ৭৯দশমিক ৩৬ শতাংশ বই বগুড়ায় এসেছে।জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীর হাতেই নতুন বই তুলে দেয়া হবে। ধাপে ধাপে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নতুন বই পাবে। এখানে কেউ বাদ পড়বে না।

সর্বশেষ সংবাদ