বগুড়া থেকে ৪ যুগ পর যুদ্ধাপরাধী ফাঁসির পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ ফজলুল হক রোমান,বিশেষ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন(র্যাব)। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের খান্দার এলাকা থেকে তাকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নাজমুল হুদা(৭২)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জের শান্তিরাম এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি ২০১৭ সালে রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম। সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, নাজমুল হুদা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর ও জামায়েত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। মানবতাবিরোধী কাজেও সরাসরি যুক্ত ছিলেন তিনি। যার ফলে তার বিরুদ্ধে কমপ্লেইন্ট রেজি: ক্রমিক ৪১(তাং: ১৪/১০/২০১৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলা(৩/১৬) রুজু হয়। পরে সেই মামলার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২২ নভেম্বরে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তিনি আরও জানান, নাজমুল হুদা রংপুর, দিনাজপুরে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত তিন মাস আগে বগুড়ায় আসেন। বগুড়ার খান্দার এলাকায় তার ভাতিজার সাথে বাবা ছেলের পরিচয়ে বসবাস করে আসছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা ও বগুড়ার র্যাবের যৌথ অভিযানে নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তাকে রাতেই ঢাকায় পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ