স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন-শামীমা আকতার জলি

জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় মহিলা কমিটির সদস্য সচিব শামীমা আকতার জলি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের আগেই এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। বগুড়ায় আগামী ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী রিপু ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে পারলে তিনি আপনাদের হয়ে কাজ করবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, তাই উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন অব্যাহত রাখুন। শেখ হাসিনার প্রার্থীকে ভোট প্রদান করলে তিনিও আপনাদের সকল উন্নয়ন উপহার দেবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আরও একটি উল্লেখযোগ্য অর্জন হলো দেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। আমাদের অর্থনীতির অগ্রগতির পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে এশিয়ার বাঘ হিসাবে চিহ্নিত করেছে। নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্তি বর্তমান সরকারের আরেকটি অসামান্য সাফল্য।
শুক্রবার বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে রিপু ভাইয়ের পক্ষে বগুড়া-০৬ আসনের উপ-নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় মহিলা কমিটির যুগ্ম আহ্বায়ক আঞ্জুমান আরা সাম্য, আঞ্জু বেগম, ধুনট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পপি রাণী সাহা সহ প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ